বরগুনা সদর থানা ওসি প্রত্যাহার হয়নি, তথ্য বিভ্রাট, এসপির প্রেস বিজ্ঞপ্তি
বরগুনায় চাঞ্চল্যকর প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনায় বরগুনা সদর থানার ওসি আবির মোহাম্মাদ হোসেনকে প্রত্যাহার করা হয়নি। বরগুনা জেলা পুলিশ সুপার বিশেষ শাখার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান বরগুনা জেলা পুলিশের বিশেষ শাখা।
শনিবার (২৯ জুন) প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গত ২৬/০৬/২০১৯খ্রি. সকাল ১০.১০ ঘটিকায় বরগুনা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের মুল গেটের সামনে রাস্তার উপরে মো. শাহনেওয়াজ রিফাত (২৬), পিতা-মো: আব্দুল হালিম দুলাল শরীফ, সাং- উত্তর বড় লবনগোলা, ৬নং বুড়িরচর ইউপি, থানা ও জেল-বরগুনা-কে কতিপয় দুস্কৃতিকারীরা পরস্পর যোগসাজস্যে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দ্বারা এলোপাতারীভাবে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা ঘটনায় বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মাদ হোসেন কে প্রত্যাহার করা হয়েছে মর্মে বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়। যার কোন সত্যতা নেই।’
গত শুক্রবার (২৮ জুন) দৈনিক অধিকারডটনিউজ নামের একটি অনলাইনে নিউজটি প্রকাশ হলে ওই নিউজের সূত্র দিয়ে তার পরের দিন বিকেল ৫টা ৩০ মিনিটের সময় পাথরঘাটানিউজডটকমে হুবহু নিউজটি প্রকাশ করা হয়। যার নিচে দৈনিক অধিকার নিউজের তথ্য সূত্র দিয়ে লিংকটি দেয়া হয়। ওই নিউজের সকল দায়ভার দৈনিক অধিকার নিউজের উপরেই বর্তায়। তবে পুলিশের বরগুনা জেলা বিশেষ শাখার প্রেস বিজ্ঞপ্তির পরে ওসির প্রত্যাহারে বিষয়ে পাথরঘাটা নিউজ দু:খ প্রকাশ করেছে।