বরগুনায় আন্তর্জাতিক মাদকদ্রব্য দিবস পালিত
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ও পুরস্কার বিতর অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন) সকাল ৯ টায় এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের হল রুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতারন করা হয়।
এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়ে শাহাদাত হোসেন, মাদকদ্রব্য অধিদপ্তরের বরগুনার সহকারী পরিচালক বাহা উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মৃধা, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান জন্টুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছা সেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, মাদক এখন প্রতিটা ঘরে ঘরে ছেয়ে গেছে, যুবকরা ধংষ হচ্ছে মাদক সেবন করে। এর মধ্যে স্কুলগামী শিক্ষার্থীরা মাদক সেবনে উপচে পড়ছে। তাই সকলের এক হয়ে মাদকের বিপক্ষে কাজ করতে হবে।
বরগুনা জেলা প্রশাসক কার্যালয় আজ থেকে ধুমপান মুক্ত অফিস হিসেবে ঘোষণা করেছেন জনাব,মোস্তাইন বিল্লাহ,জেলা প্রশাসক