পাথরঘাটায় রচনা, বির্তক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:০০ পিএম, ২৫ জুন ২০১৯

রচনা, বির্তক ও সাংস্কৃতিক অনুষ্ঠানবরগুনার পাথরঘাটায় দুর্নীতি প্রতিরোধে কলেজ ও স্কুল পর্যায় রচনা প্রতিযোগিতা, বির্তক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে সরকারি হাজি জালাল উদ্দিন মহিলা কলেজ ও তাসলিমা মেমোরিয়াল অ্যাকাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি নূরুল ইসলাম খান।

পৃথক অনুষ্ঠানে সরকারি হাজি জালাল উদ্দিন মহিলা কলেজ সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ স্বপন কুমার পাল ও তাসলিমা মেমোরিয়াল অ্যাকাডেমিতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবুল বাশার আজাদ।

বক্তব্য দেন, সরকারি হাজি জালাল উদ্দিন মহিলা কলেজর সহকারী অধ্যাপক মো. সাদিকুল ইসলাম, মো. মাকসুদুর রহমান, মো. ইলিয়াছ হোসেন ও তাসলিমা মেমোরিয়াল অ্যাকাডেমিতে দুর্নীতি প্রতিরোধ কমিটির পাথরঘাটা উপজেলা শাখার সহসভাপতি ও পাথরঘাটা কলেজের সহকারী অধ্যাপক মো. আহসান হাবিব এবং পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য সহকারী অধ্যাপক জাইদুর রহমান প্রমূখ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)