পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিয়োগ বাতিল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৫ জুন ২০১৯

কেএম মাধ্যমিক বিদ্যালয়ের গেট (ইনসেটে প্রধান শিক্ষক)স্বাক্ষর জালিয়াতি ও নম্বর ফর্দ টেম্পারিং করে বরগুনার পাথরঘাটা উপজেলার কে এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া প্রধান শিক্ষক নুরুল আলমের নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধান শিক্ষককে এমপিওভু্ক্ত না করার নির্দেশনা দেয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে। একই সাথে এ প্রধান শিক্ষকের নিয়োগের সাথে জাড়িত থাকার অভিযোগে পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা শাহাদাত হোসেন বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

জানা গেছে, বরগুনার পাথরঘাটা কে এম মাডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম জালিয়াতি করে নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ উঠে। এ পেক্ষিতে অভিযোগটি তদন্ত করে বরগুণার জেলা প্রশাসন। তদন্তে দেখা যায়, সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে এবং তুলনামূলক নম্বর ফর্দ টেম্পারিং করে নিয়োগ পেয়েছেন প্রধান শিক্ষক নুরুল আলম। এ ঘটনায় সাথে জাড়িত ছিলেন পাথরঘাটা উপজেলার শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা শাহাদাত হোসেন।

গত ১৭ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে চিঠি পাঠিয়ে এ বিষয়ে জানান বরগুনার জেলা প্রশাসক। এ প্রেক্ষিতে, জালিয়াতি করে নিয়োগ পাওয়া প্রধান শিক্ষকের নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাকে এমপিওভুক্ত না করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে।

একইসাথে বরগুনার পাথরঘাটা উপজেলার শিক্ষা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা শাহাদাত হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।(সূত্রঃ বরগুনার আলো)

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)