পাথরঘাটার হুমায়ুন কবির বরগুনা জেলার সেরা ইউএনও
বরগুনা জেলার সেরা সম্মাননা স্মারক পেলেন পাথরঘাটার ইউএনও মো. হুমায়ূন কবির। জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ সম্মাননা স্মারক প্রদান করেন বরগুনার জেলা প্রশাসক কবীর মাহমুদ। এ সময় সদ্য যোগদানকারি বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহও উপস্থিত ছিলেন।
কবীর মাহমুদ জানান, পাথরঘাটা উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ ও গণসচেতনতা তৈরি, শিক্ষার গুনগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের গোল্ড মেধা অন্বেষন প্রতিযোগিতায় পুরুস্কার দেয়া, কৃতিত্তোর সাথে সরকারি দায়ীত্ব পালন ও এলাকা ভিত্বিক সরেজমিন পরিদর্শন করে প্রতিবন্ধি তালিকা তৈরিসহ জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ূন কবির বিশেষ অবদান রাখেন। তাই বরগুনা জেলার ৬টি উপজেলার ইউএনওদের এক বছরের কর্মকান্ড পর্যালোচনা করে পাথরঘাটার ইউএরওকে সম্মাননা স্মারক দেয়া হয়েছে।
পাথরঘাটা উজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, দরিদ্র জনগোষ্ঠির মানুষের কাজ ইউএনও দ্রুততার সাথে করে দিয়ে থাকেন। উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানদেরও সেভাবেই স্যারের নির্দেশ রয়েছে। তবে শত ব্যস্ততার মাঝেও ইউএনও সরেজমিন ঘুরে ইউনিয়ন ভিত্বিক প্রতিবন্ধি তালিকা তৈরি করেছেন। এতে অগ্রাধিকারভাবে সকল প্রতিবন্ধিরাই ভাতা পাবেন।
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ূন কবির বলেন, দরিদ্র জনগোষ্ঠির জনবান্ধব কর্মসূচি গুলো অধিকতর গুরুত্ব দিয়ে ও সরেজমিন উপস্থিত থেকে ওই কর্মসূচি গুলো বাস্তবায়নের চেষ্টা করি। তাছাড়া উপজেলা পরিষদের সকল দপ্তর গুলোতে যেন জনসেবা পায় সে দিকে বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে। সকল বিবেচনার বিত্তিতে জেলা প্রসাশক আমাকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসাবে নির্বাচিত করেছেন।