মঠবাড়িয়ায় নারী ইউপি সদস্যের ঘরে দুর্বৃত্তের আগুন, ৭ লাখ টাকার ক্ষতি
পিরোজপুরের মঠবাড়িয়ায় সদস্য সমাপ্ত উপজেলা নির্বাচনের জের ধরে প্রতিপক্ষরা এমিলি বেগম(৫৫) নামে এক বিধবা নারী ইউপি সদস্যের বসত ঘরে অজ্ঞাত দুর্বত্তরা অগ্নি সংযোগ করেছে। আগুনে ওউ ইউপি সদস্যের ছোট ছেলে রিমন তালুকদারের তালাবদ্ধ বসত ঘরটি মালামালসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
সোমবার (২৪ জুন) ভোর রাতে উপজেলার মিরুখালী ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য এমিলি বেগমের বড় শৌলা গ্রামের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয় বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।
ভূক্তভোগি নারী ইউপি সদস্য এমিলি বেগম অভিযোগ করে জানান, তার পরিবার এবার উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্যানেলের প্রার্থীদের সমর্থন দেয়। গত ১৮ জুন তারিখে অনুষ্ঠিত তার ছোট ছেলে রিমন তালুকদার নিজ ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে গেলে নৌকার সর্মকরা বাঁধা ও মারধর করে। বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে ম্যাজিষ্ট্রেট এসে ছেলে রিমনকে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট হিসেবে দায়িত্ব পালনে ব্যবস্থা নেয়। নির্বাচনের দুইদিন পর ছেলে রিমন বসতঘর তালাবদ্ধ রেখে পরিবার নিয়ে চিকিৎসা জনিত কারনে ঢাকায় যায়। ছোট ছেলে ঢাকায় গেলে আমি পার্শ্ববর্তী বড় ছেলে মামুন তালুকদারের বসতঘরে ছিলাম। এদিকে নির্বাচনী প্রতিহিংসার জের ধরে সোমবার ভোর রাতে সংঘবদ্ধ নৌকার সমর্থকরা ছোট ছেলের ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। স্থানীয়রা মিলে চেষ্টা চালিয়ে আগুন নেভাতে ব্যর্থ হয়। আগুনে পরিবারটি সর্বস্ব পুড়ে ছাই হয়।
খবর শুনে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ ও ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ইউপি সদস্য এমিলি বেগম বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ভোর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেছে। এ ঘটনায় ভূক্তভোগি পরিবার মামলা দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।