বরিশালে শ্বশুরবাড়িতে জামাইকে শিকলে বেঁধে নির্যাতন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২২ জুন ২০১৯

সজিব বেপারির (ইনসেটে সজিবের পায়ে শিকল)বরিশালে শ্বশুরবাড়িতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন এক যুবক। তাকে শিকল দিয়ে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে উঠেছে। এ ঘটনায় ওই যুবকের শাশুড়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ জুন) নগরীর সিএন্ডবি রোড কাজীপাড়া এলাকায় জামাইকে শিকল দিয়ে বেঁধে এই নির্যাতন করা হয়।

জানা গেছে, ১ বছর আগে মুলাদী উপজেলার মৃধার হাট গ্রামের কামাল বেপারির ছেলে সজিব বেপারির (২২) সাথে নগরীর সিএন্ডবি রোড কাজীপাড়া এলাকার বিষ্টি বেগমের বিয়ে হয়।

নির্যাতনের শিকার সজীবের অভিযোগ, বিয়ের পর থেকে মেয়েকে শ্বশুর বাড়িতে যেতে না দিয়ে নিজের কাছে রেখে দেন তার শাশুড়ী রহিমা।

সজীব আরো জানান, শনিবার দুপুর ১টায় স্ত্রী ও সন্তানকে নিজের বাড়িতে নিয়ে যেতে আসেন তিনি। এ সময় শাশুড়ী তাকে অকথ্য গালাগালি করতে থাকেন। একপর্যায়ে তাকে শিকল দিয়ে বেঁধে রাখেন শাশুড়ী রহিমা বেগম। এভাবে বিকেল ৪টা পর্যন্ত তাকে বেঁধে রাখা হয়। শাশুড়ীর এমন আচরণে হতবাক হয়ে যান তিনি।

খবর পেয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশ সজীবকে উদ্ধার করে এবং শাশুড়ী রহিমাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, মেয়ে জামাইকে নির্যাতনের বিষয়ে শাশুড়ীকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)