চরফ্যাশনে ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত
ভোলার চরফ্যাশন উপজেলায় ট্রাকের চাপায় ফখরুল (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শাহজাহান (৬০) ও সরোয়ার (২৫) নামে দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (২১ জুন) চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের শশীভূষণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফখরুল উপজেলার চর আইচা গ্রামের মৃত ইউনুস সিকদারের ছেলে।
স্থানীয়রা জানান, ফখরুল তার ভাই শাহজাহান ও একই এলাকার সরোয়ার চরফ্যাশন থেকে মাছের পোনা নিয়ে ভ্যানে করে দক্ষিণ আইচার দিকে যাচ্ছিলো। পথে শশীভূষণ এলাকায় পৌঁছে মাছের পানি পরিবর্তনের জন্য ভ্যান সাইট করলে বিপরীতমুখী একটি ট্রাক তাদের চাপা দেয়। পরে স্থানীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফখরুলকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, আহত দুইজনের মধ্যে শাহজাহানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।