লঞ্চ থেকে নারীর মরদেহ উদ্ধার
সদরঘাটে এমভি মিতালী-৭ নামে একটি লঞ্চের কেবিন থেকে নিলুফা ইয়াসমিন (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ জুন) সদরঘাটের চাঁদপুর টার্মিনালে নোঙর করা ওই লঞ্চ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ থানার এসআই শ্রিবাস গাইন বলেন, গত রবিবার রাতে চাঁদপুর থেকে ওঠেন নিলুফা। জাহাঙ্গীর নামে এক ব্যক্তির নামে কেবিনটি বুকিং দেওয়া ছিল। তবে সেখানে মোবাইল নম্বর ছিল ওই নারীর। নিহত নারীর গলায় কালচে দাগ রয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. শাহ জামান জানান, প্রাথমিকভাবে আমরা ধর্ষণের আলামত পেয়েছি। লঞ্চের স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)