বাজেট পাশ হওয়ার আগেই পাথরঘাটায় চড়া দামে সিগারেট বিক্রি!
বাজেট পাশ হওয়ার আগেই বরগুনার পাথরঘাটায় চড়া দামেই ক্রেতাদের কাছে তামাক জাতীয় পণ্য বিক্রি শুরু হয়ে গেছে। এতে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। পাথরঘাটার ব্যাবসায়ীদের বিরুদ্ধে এমনই অভিযোগ।
সরেজমিনের বাজার গুরে দেখা গেছে, প্রতি পিচ বেনসন সিগারেট বিক্রি হত ১২টাকায় এখন তা বিক্রি হচ্ছে ১৫ টাকা, গোল্ডলিফ প্রতি পিচ বিক্রি হত ৮ টাকা এখন তা বিক্রি হচ্ছে ১০ টাকা ও হলিউড প্রতি পিচ বিক্রি হত ৪ টাকা এখন তা বিক্রি হচ্ছে ৫ টাকা করে।
নাম প্রকাশ না করার শর্তে একাধীক ক্রেতারা অভিযোগ করে বলেন, সরকার ধূমপান বন্ধ করার জন্য সিগারেটের ওপর কর বাড়িয়েছে, এটা ভালো উদ্যোগ। কিন্তু বাজেট কার্যকর করার আগে দোকানীরা এই যে অতিরিক্ত টাকা নিচ্ছে এই টাকাতো সরকার নিচ্ছে না। তাহলে এর কী কোনো প্রতিকার আমরা পাব না?
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)