মঠবাড়িয়ায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় যুবলীগ সম্পাদক আহত
পিরোজপুরে মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শরীফসহ (৪০) ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৫ জুন) বিকালে মঠবাড়িয়া-মিরুখালী সড়কের বড়হারজী শরীফ বাড়ির ব্রিজ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন নৌকা প্রতীকের সমর্থক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শরীফ (৪০), যুবলীগ কর্মী বেল্লাল হোসেন (৩৬), বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের কর্মী সোহেল (২২), সালাম মোল্লা (৩৬), কবির মেম্বর (৪৫) ও বেল্লাল (২২)।
আহতদের মধ্যে বাবু শরীফ, বেল্লাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা গেছে, শুক্রবার বিকালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদ উপজেলা সদরে নির্বাচনী জনসভার আয়োজন করেন। এ জনসভায় আসার সময় বড়হারজী শরীফ বাড়ির ব্রিজ সংলগ্ন এলাকায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে নৌকা প্রার্থীর সমর্থকরা। এতে উভয় গ্রুপের ৬ জন নেতাকর্মী আহত হয়।
মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আবদুলাহ দুই গ্রুপের ৬ জন আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার করা হয়েছে।