পাথরঘাটায় দুই ট্রলারসহ ১০ জেলে আটক, জরিমানা
বরগুনার পাথরঘাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিষখালী নদীর মোহনা থেকে ১০ জেলেসহ দুইটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ডের পাথরঘাটা সদস্যরা।
মঙ্গলবার রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালতে ১০ জেলের প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ট্রলার দুটির মালিকের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
আটক জেলেরা হলেন- আবুল কালাম, রুমান, শাহিন, নুর ইসলাম, আল আমিন, হানিফা, কামাল, সাইফুল, পারভেজ, বিল্লাল।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার সিনিয়র পেটি অফিসার মো. এনামুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল ট্র্যাকিং করে বিষখালী নদীর লালদিয়ার মোহনা ও উপকূল থেকে প্রায় ২৫ কিলোমিটার গভীর থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ১০ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলেদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।