গলাচিপায় খাল থেকে নববধূর মরদেহ উদ্ধার
পটুয়াখালীর গলাচিপায় সুখী বেগম (১৯) নামের এক নববধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে সুখী বেগমের বাবা জাকির হাওলাদারের বাড়ির পাশে একটি খাল থেকে এই মরদেহ উদ্ধার করে গলাচিপা থানার পুলিশ।
সুখী উপজেলার ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামের জাকির হাওলাদারের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে- তিন মাস আগে সুখী বেগমের সাথে ফুলখালী গ্রামের শামসু মোল্লার ছেলে ফিরোজ মোল্লার বিয়ে হয়। গত শুক্রবার (৮ জুন) সুখী বেগমকে বাবার বাড়ি থেকে স্বামী ফিরোজ মোল্লার বাড়িতে তুলে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী পরদিন শনিবার (৯ জুন) সুখী ফিরতি নাইওর হিসেবে স্বামী ফিরোজকে নিয়ে বাবার বাড়িতে আসেন।
ফিরোজ জানান, রাত আড়াইটার দিকে সুখী দাদির সাথে শোয়ার কথা বলে চলে যান। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
মঙ্গলবার (১১ জুন) খালে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা গলাচিপা থানার পুলিশকে খবর দেয়। এএসপি সার্কেল হাফিজুর রহমান ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে গলাচিপা থানার ওসি) আখতার মোর্শেদ জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে।’