ঈদ শেষে গন্তব্যে ফিরছেন পাথরঘাটার কর্মজীবীরা
ঢাকা বা চট্টগ্রামে ফেরার তোড়জোড় শুরু হয়ে গেছে। সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তবে শনিবার ছুটি থাকায় এখনও রাজধানীতে কর্মব্যস্ততা শুরু হয়নি।
ঈদের ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার বেশ কয়েকদিন ছুটি পেয়েছিলেন চাকরিজীবীরা। স্বজনদের সঙ্গে ঈদ করতে সুবিধামতো সময়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন ঘরমুখো মানুষ।
শনিবার সকাল থেকেই পাথরঘাটার তালতলা স্টান্ড, লঞ্চঘাটে উত্তর পারের বাস স্টান্ডে বা কাকচিড়া লঞ্চ টার্মিনালে ঈদের ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষকে ফিরতে দেখা যায়। ঢাকা-চট্টগ্রাম বা অনান্য স্থানে ফেরতযাত্রীদের সংখ্যাই অনেক বেশী।
আগামীকাল রোববার (৯ জুন) থেকে কর্মমুখর হয়ে উঠবে রাজধানীসহ সকল এলাকা। সরকারি অফিস আদালতে ছুটি শেষ হয়েছে শনিবার থেকে।
পাথরঘাটা থেকে ঈদ করে বাসে ঢাকায় ফেরেন বেসরকারী চাকুরিজীবি শাহরিয়ার মাহবুব। তিনি জানান, রোববার থেকে অফিস আদালত খুলবে। এ কারণে শনিবার থেকে প্রচন্ড ভিড় হবে। ভিড় এড়াতেই সবাই আগেই ঢাকায় চলে যাচ্ছে। তবে গ্রামে গেলে কোলাহলমুখর ঢাকায় আসতে ইচ্ছে করে না।