পাথরঘাটা থেকে দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়
ঈদকে সামনে রেখে দূরপাল্লার বাসের অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। যাত্রীদের এক প্রকার জিম্মি করেই এ ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঈদে লোকসান ও রাস্তা খারাপের অজুহাত দেখিয়ে এ ভাড়া বাড়ানো হয়েছে বলেও জানা গেছে। ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলের লাখ লাখ যাত্রী জিম্মি করে বরগুনার পাথরঘাটা থেকে ঢাকাগামী সাকুরা, বনফুল, হামিম, বরিশাল এক্সপ্রেস ও ইসলাম পরিবহন ও চট্টগ্রামগামী বেপারী, রোহান, সাউদার্ন পরিবহন বাস মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। ৬ জুন থেকে থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণাঞ্চলের পাথরঘাটা থেকে ঢাকা ও চট্টগ্রামগামী বাসের টিকেট যেন সোনার হরিণ। বিভিন্ন উপায় তদ্বির করে বাসের একটি টিকেট পাওয়া গেলেও ভাড়া গুণতে হয় শতকরা ৬০ থেকে ১০০ ভাগ বেশি। এ বাড়তি টাকা দিয়ে যাত্রীদের গন্তব্যে রওয়ানা হতে হচ্ছে।
পাথরঘাটা থেকে ঢাকা বাসের টিকেটের ভাড়া বেড়েছে ৩শ টাকা আবার পাথরঘাটা থেকে চট্টগ্রামে ৭শ ৫০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। তবুও ঈদের পর পাথরঘাটা থেকে ঢাকা ও চট্টগ্রামের টিকেট পাওয়া যাচ্ছে না।
নাম প্রকাশ না করার সার্থে একাধিক যাত্রীরা জানান, ঈদের আগে পাথরঘাটা থেকে সায়েদাবাদ বাস ভাড়া ছিল ৪শ থেকে ৪শ ৫০ টাকা তা ভারিয়ে এখন নেয়া হচ্ছে ৮শ টাকা করে। আবার পাথরঘাটা থেকে গাবতলী পর্যন্ত বাড়া ছিল ৬শ টাকা সেখানে ৯শ টাকা করে নেয়া হচ্ছে। চট্টগ্রামের ভাড়া ছিল ৭শ ৫০ টাকা এখন যাত্রীদের কাছ থেকে তা আদায় করা হচ্ছে ১৪শ টাকা করে। বাস মালিকরা সব সময়ই যাত্রীদের সাথে এরকম করে এ যেন দেখার কেউ নেই।
পাথরঘাটা থেকে চট্টগ্রামগামী কাউন্টার মাটাররা বলেন, ঈদে আমরা ১৪শ টাকা করেই ভাড়া নিয়ে থাকি। ঈদের আগে আমাদের বাসের প্রতি ট্রিপে লস গুনতে হত মালিকের, তাই লস পুষিয়ে নেয়ার জন্য অতিরিক্ত ভাড়া নিয়ে থাকি। সব কাউন্টারেই এই ভাড়া নেয়া হয়। আগামী ১৫ তারিখ থেকে আস্তে আস্তে ভারা কমানো হবে।