পাথরঘাটা ঈদের বাজারে জুতার দাম নিয়ে হাতাহাতি
ঈদের আনন্দ উপভোগ করতে পাথরঘাটা বাজার সরগরম হওয়ার পথে। এর মধ্যেই ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। বিক্রেতা জুতার দাম বেশি চাওয়ার বিপরীতে ক্রেতা কম দাম বলায় এঘটনা ঘটে।
আজ শুক্রবার রাত ১০ ঘটিকার দিকে পাথরঘাটা বাজারের সদর রোডে অবস্থিত ইব্রাহিম সু ষ্টোরে এঘটনা ঘটে। এতে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন।
ক্রেতার অভিযোগ জুতোর দাম কম বলায় দোকানে থাকা মালিক পক্ষ অসৌজন্যমূলক আচরণ করে। দোকানের মালিক পক্ষ বলছে জুতার সঠিক মূল্য চাইলে ক্রেতা তা মানতে রাজি হয়নি।
স্থানীয় ব্যবসায়ীদের থেকে জানা যায় উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কিতে রুপ নিলে ঘটনাস্থলে টহল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উভয় পক্ষেকে থানার নিয়ে যায়।
পাথরঘাটা বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ পাথরঘাটা নিউজকে জানান উভয় পক্ষের আলোচনা শুনে এদের কে মিলিয়ে দেয়া হয়েছে।
তিনি আরো জানান, যেহেতু ব্যাবসা করতে হলে ক্রেতার দরকার। তাই ক্রেতা ও বিক্রেতার মধ্যে অসম্পক্য তৈরি হলে সেক্ষেত্রে ব্যবসা করার পরিবেশ থাকে না। এ ব্যাপারে সবাইকে আরো সতর্ক হয়ে হবে।