মঠবাড়িয়ায় ৯৪ পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উলুবাড়িয়া গ্রামে ৯৪ পরিবারের মাঝে বিদ্যুতের নতুন সংযোগ চালু করেন জাতীয় সংসদের সরকারি হিসাব সর্ম্পাকিত স্থায়ী কমিটির সভাপতি এমপি ডাঃ রুস্তম আলী ফরাজী। এ উপলক্ষে উপজেলার উলুবাড়িয়া বিশ্বাস বাড়ির সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩১ মে) দুপুরে এ বিদ্যুতের নতুন সংযোগ চালু করেন।
আলোচনা সভায় ইউপির সদস্য শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পল্লী বিদ্যুৎ মঠবাড়িয়া জোনাল অফিসের ইনন্সপেক্টর জাফর উল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমপির জনসংযোগ প্রতিনিধি আলী রেজা রঞ্জু, যুবলীগ নেতা শাহ আলম শিকদার, স্থানীয় সুধীবৃন্দ ও সংযোগ গ্রহীতারা।
এসময় এমপি ডাঃ ফরাজী বলেন, শিগগিরই প্রধানমন্ত্রী মঠবাড়িয়া উপজেলাকে শতভাগ বিদ্যুৎ উপজেলা ঘোষণা করবেন। তারই ধারাবাহিকতায় এ গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হল।
উল্লেখ্য, পল্লী বিদ্যুৎ উপজেলার উলুবাড়িয়া গ্রামে ৫৩ লক্ষ টাকা ব্যায়ে ২.৬৬ কিলোমিটার লাইন বসিয়ে ৯৪ পরিবারকে ৯৪টি মিটার ও সংযোগ দিয়েছে।