ভাণ্ডারিয়ায় অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার চাল পুড়ে ছাই
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অগ্নিকাণ্ডে সহাত এন্টারপ্রাইজ নামে একটি চালের আড়ৎ পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আড়তে মজুদ করা প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার চাল পুড়ে ছাই হয়েছে।
শুক্রবার (৩১ মে) ভোর রাতে শহরের চাউল পট্রিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই চালের আড়তে আগুনের সূত্রপাত ঘটে। ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস খবর পেয়ে প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের প্রায় এক হাজার বস্তা বিভিন্ন ধরনের চাল, নগদ চার হাজার টাকা, হিসাবের খাতা এবং মূল্যবান দলিল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ভাণ্ডরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফারুক হোসেন হাওলাদার অগ্নিকাণ্ডের বিষয় নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।