পাথরঘাটায় জেলেদের মাঝে ৬৫ দিনের অবরোধের চাল বিতরন
৬৫ দিনের জেলেদের গভীর সমুদ্রে মাছ শিকারের নিশেধাজ্ঞার জন্য জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল ভিতরন শুরু করেছে বরগুনার পাথরঘাটায়।
আজ বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১২টার দিকে পাথরঘাটা উপজেলা খাদ্যগুদামের সামনে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির এ চাল ভিতরন উদ্বোধন করেন। এসময় সাংবাদিক ও পাথরঘাটা উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাথরঘাটা উপজেলা মৎস্য দপ্তরের সূত্রে জানা গেছে, পাথরঘাটা উপজেলায় মোট মোট ১৪ হাজার ৩শ ৫০জন রয়েছে, আর এ জেলেদের প্রত্যেককে ৪০ কেজি করে চাল বিতরনের ব্যবস্থা করেছে সরকার।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির জানান, গভীর সমুদ্রে জেলেদের ৬৫ দিনের ইলিশসহ সকল মাছ আহরণ নিষিদ্ধ থাকায় সরকারী তালিকাভুক্ত প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল দেবে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)