পিরোজপুরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২৯ মে ২০১৯

ছবিঃ সংগ্রহীতপিরোজপুরের ইন্দুরকানীতে মানসিকভাবে ভারসাম্যহীন ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

নিহত ফোরকান হাওলাদার (৩০) উপজেলার সাঈদখালী গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাতে ঘরের পাটাতনে শুয়ে ছিলেন ফোরকান। এ সময় হঠাৎ করে তার ছোট ভাই সোলেমান হাওলাদার লাঠি দিয়ে তার বড় ভাই ফোরকানের মাথার উপর এলোপাতারি আঘাত করে। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহতের ছোটভাই সোলেমানকে আটক করেছে ইন্দুরকানি থানা পুলিশ। হাসপাতালে আনার পূর্বেই ফোরকানের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)