বরগুনায় জেলহত্যা দিবস পালিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২৯ মে ২০১৯

বরগুনায় জেলহত্যা দিবস পালিতযথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বরগুনায় ৭১’র জেলখানায় গণহত্যা দিবস।

বুধবার (২৯ মে) শোক র‌্যালি, শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে বরগুনা জেলহত্যা দিবস পালন করা হয়।

সাগর পাড়ি খেলাঘরের উদ্যোগে আয়োজিত শোক র‌্যালিতে জেলা প্রশাসক মো: কবীর মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিচুর রহমান, খেলাঘরের সভাপতি চিত্তরঞ্জন শীল, বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, খেলাঘর সম্পাদক মুশফিক আরিফসহ বিভিন্ন স্তরের নাগরিকরা অংশগ্রহণ করেন।

১৯৭১ সালের ২৯ ও ৩০ মে হানাদার বাহিনীর মেজর নাদের পারভেজের নেতৃত্বে বরগুনা কারাগারে শতাধিক নিরাপরাধ বন্দিকে হত্যা করা হয়।

সকাল ৯টায় বরগুনা প্রেসক্লাব চত্বর থেকে শোক মিছিল বের হয়ে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসকসহ নেতৃবৃন্দ। পরে শহীদ স্মৃতিস্তম্ভে অনুষ্ঠিত হয় স্মরণ সভা।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)