মঠবা‌ড়িয়ায় সাংবা‌দি‌কের বাসায় চু‌রি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:৫৩ এএম, ২৫ মে ২০১৯ | আপডেট: ১২:৫৪ এএম, ২৫ মে ২০১৯

চু‌রি
মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ৫নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মোঃ জিল্লুর রহমানের ব‌হেরাতলা বাসভবনে বৃহস্প‌তিবার রা‌ত সা‌ড়ে নটার সময় চুরি সংগঠিত হয়েছে। চোরদয় ঘ‌রের দরজার তালার কয়রা ভে‌ঙে ভিত‌রে প্র‌বেশ ক‌রে আল‌মিরা থে‌কে সা‌ড়ে চার ভ‌রি স্বর্ণ (১ জোড়া কা‌নের দুল, একটা পাতা, ২টি চেইন, ৩টি আং‌টি) ও নগদ ২৪ হাজার টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নি‌য়ে যায়।
চু‌রি
সাংবা‌দিক জিল্লুর রহমান জানান, রাত সাড়ে নয়টার দিকে পরিবারের সদস্যরা দরজায় তালা দি‌য়ে পাশের বাসায় বেড়াতে যায়। ওই সুযেগে চোরের দল দরজার কয়রা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণ লুট করে নেয়।

মঠবা‌ড়িয়া থানার অ‌ফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ্ জানান, খবর পে‌য়েই ঘটনাস্থলে পু‌লিশ পা‌ঠি‌য়ে‌ছি। এঘটনায় লি‌খিত অ‌ভি‌যোগ পে‌লে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হ‌বে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)