পাথরঘাটায় স্বামী বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
বরগুনার পাথরঘাটা হাফিজা বেগম (২০) নামের এক গৃহবধুকে গলা টিপে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাথরঘাটা পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসায় এঘটনা ঘটে।
হাফিজা পাথরঘাটা পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের মো. মিন্ট মিয়ার মেয়ে ও সদর ইউনিয়নের পুর্ব হাতেমপুর গ্রামের রেজাউলের স্ত্রী।
মৃত হাফিজার বাবা মিন্টু মিয়া জানান, রেজাউল ও আমার মেয়ে পাথরঘাটা পৌরশহরের একটি ভাড়া বাসায় থাকত। সেখান থেকে গত বুধবার বিকেলে রেজাউলের বাবার বাড়ি ঈদের বাজার দিয়ে ভাড়া বাসায় আসে। প্রতিদিনের মত রাতে ঘুমাতে গিয়ে আমার গলা টিপে মেয়েকে হত্যা করে এলাকাবাসী ডাক দিয়ে আত্নহত্যা বলে চালিয়ে দেয়। তিনি আরো জানান, সে আমার মেয়েকে প্রায়ই মারধর করত। কয়েক দিন আগে আমার মেয়েকে মারধর করার পরে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা দেই।
পাথরঘাটা থানা ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ থানা নিয়ে এসে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠনো হয়েছে। এব্যাপাবে পাথরঘাটা থানায় মৃত হাফিজা স্বামীকে আসামী করে আত্নহত্যায় প্ররোচনা মামলা দায়ের করা হয়েছে। আসামী রেজাউলকে আটক করা হয়েছে।