মঠবাড়িয়ায় সিআইজি কৃষকদের প্রশিক্ষণ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এনএটিপি-২ প্রকল্পভুক্ত সিআইজি কৃষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) উৎপাদনশীলতা বৃদ্ধির প্রযুক্তি ও সিআইজি ব্যবস্থাপনায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস মিলনায়তনে দিনব্যাপী ওই কর্মশালা শুরু হয়।
এতে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ফিরোজ আলম, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ,কে,এম মহসিন উদ্দিন এবং বিভিন্ন সিআইজি সমিতির কৃষক সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় একটি ব্যাচে ৬০ জন কৃষক কৃষাণীকে পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি ও সিআইজি ব্যবস্থাপনায় কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)