উপজেলা পরিষদ নির্বাচন তালতলীতে ঋণখেলাপির দায়ে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল
ঋণখেলাপির দায়ে বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া দুই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) ১১টায় জেলা রিটানিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল করেন।
ওই প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কামরুল আহসান ও যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মাদ ইউসুফ আলী। তাদের মনোনয়নপত্র বাতিলের পর এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে এখন ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২১ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, মনোনয়নপত্র বাছাইকালে ঋণখেলাপি হওয়ায় ভাইস চেয়ারম্যান ২ জন পদপ্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে ঋণখেলাপি রির্পোট আসায় তাদের এ মনোনয়নপত্র বাতিল হয়।
উল্লেখ, তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র,যাচাই বাছাই ২৩ মে, প্রার্থীতা প্রত্যাহার ৩০ মে, প্রতিক বরাদ্দ ৩১ মে ও ভোট গ্রহন ১৮ জুন।