মঠবাড়িয়ায় আল্লাহ ও ইসলাম সম্পর্কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০২:৫৩ এএম, ২৩ মে ২০১৯

কটুক্তি
পিরোজপুরের মঠবাড়িয়ায় আল্লাহ ও ইসলাম সম্পর্কে এক যুবক ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ার প্রতিবাদে ওই যুবকের ফাসির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আসর নামাজবাদ বড় মাছুয়া বাজার জামে মসজিদ থেকে স্থানীয় মুসল্লীরা মিছিলটি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে মিছিলটি শেষ হয়।এব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই যুবককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
উল্লেখ্য, মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের দক্ষিণ বড় মাছুয়া গ্রামের দীপক মিত্র নামের এক যুবক গত মঙ্গলবার তার ফেসবুকে “ভুল করেছে আল্লায়, শুধরে দিচ্ছে মোল্লায়। আল্লাহ যদি সর্ব শক্তিমান হতো, ইসলাম যদি সত্যি হতো, তাহলে মুসলিম বাচ্চারা খৎতাসহ জন্মগ্রহন করতো।” এমন আপত্তিকর স্ট্যাটাস দেয়। ওই স্ট্যাটাস দেখে এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে ওঠে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)