পাথরঘাটায় উপকূলীয় চরাঞ্চলে প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প বিষয়ে আলোচনা অনুষ্ঠিত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ২২ মে ২০১৯

পাথরঘাটায় উপকূলীয় চরাঞ্চলে প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প বিষয়ে আলোচনাবরগুনার পাথরঘাটায় উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রানি সম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মে) দুপুরে পাথরঘাটা উপজেলা পরিষদ ভবনে উপজেলা নিবার্হী অফিসারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। বিশেষ অতিথী ছিলেন প্রকল্প পরিচালক ডা. নিতাই চন্দ্র দাস।

সভায় বরিশাল ও চট্্রগ্রাম বিভাগের ৭টি জেলার ১৬ উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে উপস্থাপন করা হয়। এর মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলা অর্ন্তভ’ক্ত।

প্রকল্পের পরিচালক উদ্দেশ্য বর্ণনা করে বলেন, প্রানি সম্পদ খাতে উৎপাদনশীলতা বৃদ্ধিকরণের মাধ্যমে প্রানীজ আমিষ সরবরাহ বৃদ্ধি হবে এবং দারিদ্্র বিমোচন ত্বরান্বিত হবে।

সভায় আরো জানান, স্থায়ীত্বশীল উন্নয়ন অভীষ্টের এক, দুই, পাচঁ, আট ও ১৩ নম্বর অভীষ্ট ও লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।

সভায় সরকারি কর্মকর্তা, জপ্রতিনিধি, সাংবাদিক গন উপস্থিত ছিল।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)