ভ্রাম্যমাণ আদালত মঠবাড়িয়ায় ভেজাল পণ্য জব্দ, জরিমানা
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাইকোর্ট নিষিদ্ধ প্রাণের হলুদের গুড়া ও মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ভেজাল ভোগ্য পণ্য জব্দ ও জরিমানা করেছে।
বুধবার (২২ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ অভিযান চালিয়ে হাতেম আলী সুপার মার্কেটে সিদ্দিক এন্টারপ্রাইজ থেকে ৪১৯ কেজি প্রাণের হলুদের গুড়া জব্দ ও দক্ষিণ বন্দর সাদিয়া এন্টারপ্রাইজ থেকে সেভেনআপসহ নিত্য প্রয়োজনীয় মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য জব্দ করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত সাদিয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা অর্থাদণ্ডাদেশ দেন।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ জানান, চলমান এ ভেজলবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)