পাথরঘাটায় আড়াই লাখ চিংড়ির রেণু জব্দ, আটক ১ (ভিডিও সহ)

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১১:১৫ এএম, ২২ মে ২০১৯ | আপডেট: ০২:০২ এএম, ২৩ মে ২০১৯

চিংড়ি রেণু জব্দসহ আটক মোস্তফা হাওলাদারবরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড বিষখালী নদীতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে আহরিত ২ লাখ ৫০হাজার চিংড়ি রেণু জব্দ করে। এসময় মোস্তফা হাওলাদার (২৫) নামের এক জেলেকে আটক করা হয়।

বুধবার (২২ মে) সকাল ১০টার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির এর নির্দেশে জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করে ট্রলারটি মুচলেখার মাধ্যমে ছেরে দেয়া হয় এবং বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটার খালে রেণু গুলো অবমুক্ত করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিষখালী নদী সংলগ্ন নিশানবাড়ীয়া থেকে চিড়ির রেণু গুলো কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের সদস্যরা জব্দ করে।

আটক মোস্তফা হাওলাদার কুয়াকাটা এলাকার মন্ধিপাড়া গ্রামের মো. ওয়াহাব হাওলাদারের ছেলে।

আটক মোস্তফা হাওলাদার জানান, এই চিংড়ির রেণু গুলো তার মহাজন রিপন ফকির বাগেরহাটের এক ব্যাসায়ীর কাছে তাকে দিয়ে প্রেরন করেন।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের সাব-লেফটেন্যান্ট মো. জহুরুল ইসলাম জানান, আমরা গোপন সংবাদের বিত্তিতে জানতে পারি কিছুলোক চিংড়ির রেণু নিয়ে যাচ্ছে। পরে রাত ১০টায় বিষখালী নদীতে একটি ট্রলারকে সন্দেহ করে ধাওয়া করলে তারাও পালিয়ে যাওয়ার চেস্টা করলে। পরে বিষখালী নদীর নিশানবাড়ীয়া এলাকায় ট্রলারটি রেখে পালিয়ে যায়। এসময় একজনকে আটক করা সম্বর হয়। অন্যরা পালিয়ে যায়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)