লোকালয়ে হরিণ, বনবিভাগে সোপর্দ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২১ মে ২০১৯

লোকালয়ে হরিণএকটি হরিণ উদ্ধার করে চরমোন্তাজ বনবিভাগে সোপর্দ করেছে গ্রামবাসী।

মঙ্গলবার (২১ মে) সকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে- সকালে বন থেকে লোকালয়ে চলে আসে হরিণটি। পরে স্থানীয়দের ধাওয়া খেয়ে হরিণটি খালে পড়ে যায়। এ সময় হরিণটি উদ্ধার করে চরমোন্তাজ বনবিভাগে সোপর্দ করে গ্রামবাসী।

চরমোন্তাজ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা অমিতাভ বসু জানান, চর কুকরিমুকরি থেকে একটি হরিণ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে বিট অফিসার রয়েছে, তারা হরিণটি নিয়ে আসছে। হরিণটিকে সোনারচরে ছেড়ে দেয়া হবে।’

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)