পাথরঘাটা পৌরসভায় লাইসেন্সে অতিরিক্ত টাকা আদায় ও টোল বন্ধের দাবি
‘আমাকে সম্মান কর, আমিও আপনাদের সম্মান করব, আমিও মানুষ’ এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা পৌরসভা কতৃক বিভাটেক ও অটো রিকসার লাইসেন্স অতিরিক্ত টাকা আদায় সকল প্রকার রিকসা ভ্যান এর টোল আদায় বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছে পাথরঘাটা অটোরিকসা কল্যান শ্রমিক সমিতি।
মঙ্গলবার (২১ মে) সকাল ১০ টার সময় পাথরঘাটা পৌরশহরের শেখ রাসেল স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পাথরঘাটা অটোরিকসা কল্যান শ্রমিক সমিতির আয়োজনে এ মানববন্ধনে অংশগ্রহন করেন পাথরঘাটা আইজীবি সমিতি, পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরাম, প্রিয় পাথরঘাটা, আস্থা, প্রত্যয়, সোনার বাংলা ফাউন্ডেশন, স্বজন ব্লাড ফাউন্ডেশন ও পাথরঘাটা বনিক সমিতি।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)