পাথরঘাটার সেই বিতর্কিত ডাক্তার আনোয়ার উল্যাহকে প্রত্যাহার
বরগুনার পাথরঘাটায় দুলিয়া বেগম নামের রোগীর ছেলে জিলানীকে মারধরের ঘঘটনায় সেই বিতর্কিত চিকিৎসক আনোয়ার উল্যাহকে পাথরঘাটা থেকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২১ মে) সকাল….. টার সময় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা মাসুমুল হক খান পাথরঘাটা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত সোমবার (১৩ মে) সকালে হাসপাতালের বেডে অসুস্থ্য হয়ে পরে দুলিয়া নামে এক রোগী। নার্সরা তার কোন খোঁজ না নেয়ার কারণে ওই হাসপাতালে চিকিৎসাধীন দুলিয়ার জা রহিমা বেগম দুলিয়ার ছেলে জিলানীকে খবর দেয়। জিলানী দ্রুত হাসপাতালের এসে তার মাকে মেঝেতে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে তাকে বেডে তুলে নার্সদের ডেকে নিয়ে আসেন।
পরে নার্সরা চিকিৎসক আনোয়ার উল্যাহকে ডেকে নিয়ে আসেন। চিকিৎসক আনোয়ার উল্যাহ আসার পরে জিলানী তার মায়ের এ অবস্থার কথা জানতে চাইলে চিকিৎসক আনোয়ার উল্যাহ জিলানীকে কয়েক দফায় মারধর করেন। এসময় জিলানীর মাকেও লাঞ্চিত করার ঘটনাও ঘটে। ওই সময় কোন একজন সেই মারধরের ভিডিও করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল করে।