রোগীর ছেলেকে মারধর ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করেছিলো আনোয়ার উল্লাহ।
পাথরঘাটায় রোগীর ছেলেকে মারধরকারী
চিকিৎসক ডাক্তার আনোয়ার উল্লাহ
বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বিরুদ্ধে এক রোগীর ছেলেকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। (১৩ মে) বেলা ১১টার দিকে এ মারধরের ঘটনা ঘটে। এঘটনার পরেই মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয় সারা বিশ্বের মানুষের কাছে।
ঘটনার বিস্তারিত জানতে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাথরঘাটা নিউজ প্রতিনিধি গেলে তাকে বোকা বানানোর চেষ্টা করে ডাক্তার আনোয়ার উল্লাহ পুরো ঘটনা অশ্বিকার করে তিনি বলেন হাসপাতালের সাধারণ পরিস্থিতি বজায় রাখতেই তিনি বাগবন্ডিতায় জড়িত হন
মারধরের মত এমন কোন ঘটনা ঘটেনি।
ঘটনার পরের দিন পাথরঘাটা নিউজ এর প্রতিনিধি আবু জর রফি, বার্তা সম্পাদক এ এস এম জসীম ও পাথরঘাটা নিউজের নির্বাহী সম্পাদক কাজী রাকিব বিন তোহা ঘটনাস্থলে গেলে, আনোয়ার উল্লাহ পূরো ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। ছেলের মা দুলিয়া বেগম। পরে অন্য টেলিভিশন এর সাংবাদিক এর ক্যামেরায় ঘটনার সত্যতা শিকার করলে। পাথরঘাটা নিউজ টিম আবারো সেখানে ছুটে যায় ঘটনা সূরহ খুজতে।
পরে দুলিয়া বেগমের ছেলের কাছ থেকে জানা যায়
তার মাকে এক রকমের জিম্মি করে ডাক্তার আনোয়ার উল্লাহ। ঘটনার বিবরণিতে জানা যায়, দুলিয়া বেগম ঐ হাসপাতালে ভর্তি হয় আহত অবস্থায়। তার জিম্মি হওয়ার কারন হিসেবে তিনি জানান এখানে যদি ডাক্তার আনোয়ার উল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের মেডিকেল রিপোর্ট নিয়া উল্টোপালটা ঝামেলা করবেন আনোয়ার উল্লাহ, সেই ভয়ে পাথরঘাটা নিউজের প্রতিনিধিদের সামনে ভয়ে তিনি মুখ খুলতে রাজি হন নাই।