পাথরঘাটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের ঘূর্ণীঝড়ে ক্ষতিগ্রস্থ্য এলাকা পরিদর্শন

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০২:৩২ পিএম, ১৩ মে ২০১৯ | আপডেট: ০৩:৫০ পিএম, ১৩ মে ২০১৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের ঘূর্ণীঝড়ে ক্ষতিগ্রস্থ্য এলাকা পরিদর্শনঘূর্ণিঝড় ফণীর কারণে ক্ষতিগ্রস্ত বরগুনার পাথরঘাটা এলাকা পরিদর্শনে আসেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

সোমবার (১৩ মে) সকাল ১১ টার সময় পাথরঘাটা থেকে সড়কপথে বলেশ্বর নদের তীরের চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী গ্রামের বাঁধঘাট এলাকায় যান।

ফণীর কারণে দক্ষিণ চরদুয়ানী গ্রামে ঘরচাপায় দাদি ও নাতি নিহতের স্বজন ইব্রাহিম হোসেনের সঙ্গে দেখা করেন বিএনপির প্রতিনিধিদল। এসময় ওই পরিবারকে ঘর তৈরিতে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া তারা ক্ষতিগ্রস্ত আরও কয়েকটি পরিবারকে সহায়তা দেন তারা।

চরদুয়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান, বরিশাল সিটির সাবেক মেয়র ও সাবেক হুইপ মো. মজিবুর রহমান সরোয়ার, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বরিশাল বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিম, পাথরঘাটা উপজেলা বিএনপির সভাপতি মতিয়র রহমান মোল্লা, সহসভাপতি ফারুক চৌধুরী প্রমুখ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)