পাথরঘাটার ইয়াবা সহ আটক রেনু বেগমের বিরুদ্ধে মামলা(ভিডিও)
ঢাকা টু পাথরঘাটা গামী বনফুল গাড়িতে গতকাল রাতে ঝালকাঠি পুলিশ তল্লাশি চালিয়ে ৮৬৬ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে এক নারী’কে।
ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গাইন এর নেতৃত্বে পুলিশ গোপনসুত্রে সংবাদের ভিত্তিতে ঢাকার সায়দাবাদ থেকে ছেড়ে আসার পাথরঘাটার যাত্রীবাহি বাস রাত ২-৩০ মিনিটে তাল্লাশী চালিয়ে (ঢাকা-মেট্রা-ব ১৪-৯০৭৬) যাত্রী রেনু বেগমের কাছ থেকে ৮৬৬ পিচ ইয়াবাসহ আটক করেছে। ইয়াবা সহ আটক রেনু বেগম বরগুনা পাথরঘাটায় ইয়াবা ও মাধকের সাথে বহুকাল যাবত যুক্ত বলে জানিয়েছেন এলাকাবাসি।
আটক রেনু বেগমের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)