সৌদি র্অথে বরিশালে রেলপথ র্নিমাণে পরিকল্পনা
বড় অবকাঠামো খাত র্নিমাণে সৌদি আরব থেকে ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ আনার
প্রক্রিয়া শুরুকরা হয়েছে। বাংলাদেশী মুদ্রায় এই র্অথের পরিমাণ প্রায় (প্রতি ইউএস ডলার
৮৫ টাকা ধরে) ২ লাখ ৯৭ হাজার ৫০০ কোটি টাকা। সৌদি আরবের বিনিয়োগ আনতে
প্রধানমন্ত্রীর র্কাযালয়ে অনুষ্ঠিত সভায় বেশকিছুগুরুত্বর্পূণ সিদ্ধান্ত নিয়েছে এ
সংক্রান্ত গঠিত ‘র্নিবাহী মনিটরিং কমিটি’।
এই বিনিয়োগের আওতায় ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে দ্রুতগতির পৃথক রেলপথ র্নিমাণ
করতে চায় সরকার। একই সঙ্গে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকার সঙ্গে বরিশাল ও পায়রা বন্দর
র্পযন্ত দ্রুতগতির রেলপথ র্নিমাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
বিশ্বের বৃহৎ তেল কোম্পানি সৌদির আরামকোর রিফাইনারি স্থাপন করা হবে বাংলাদেশে।
বিদ্যুত খাতের বড়বড়প্রকল্পতে সৌদি আরব র্অথায়ন করবে। সৌদি আরবের বিনিয়োগ
প্রস্তাব দ্রুত র্কাযকর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি রমজান মাসেই
দেশটি সফরের প্রস্তুতি নিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য।
জানা গেছে, সৌদি আরবের বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলোর পরিষ্কার ধারণা দিতে একটি
কনসেপ্ট নোট চূড়ান্ত করে এনেছে বিনিয়োগ উন্নয়ন র্কতৃপক্ষ (বিডা)। প্রধানমন্ত্রী শেখ
হাসিনার সফরের সময় এই কনসেপ্ট নোট সৌদি সরকারের কাছে তুলে দেয়া হবে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানের সভাপতিত্বে সৌদি বিনিয়োগ সংক্রান্ত বিষয়
নিয়ে র্নিবাহী মনিটরিং কমিটির তিনটি সভা এ র্পযন্ত অনুষ্ঠিত হয়। র্অথমন্ত্রী আ হ ম
মুস্তফা কামালের সভাপতিত্বে পরর্বতী বৈঠক আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে
সৌদি বিনিয়োগ সংক্রান্ত গুরুত্বর্পূণ আলোচনা হবে। আগামী র্অথবছরের মধ্যেই সৌদি
আরবের বিনিয়োগ দেশে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন র্কতৃপক্ষের (বিডা) র্নিবাহী চেয়ারম্যান কাজী এম
আমিনুল ইসলাম বলেন, সৌদি আরব বাংলাদেশে বড় বিনিয়োগ করতে সব ধরনের প্রস্তুতি
নিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকেও তাদের বিনিয়োগকে র্সবোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চলতি রমজান মাসে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটি।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই সফর সামনে রেখে বিডা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। কি
ধরনের বিনিয়োগ কোথায় কোথায় হতে পারে তার একটি কনসেপ্ট নোট বা ধারণাপত্র
চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের সময় এই কনসেপ্ট নোটের ওপরও আলোচনা
করা হবে।
অবকাঠামো খাতে সৌদির বড় বিনিয়োগ ॥ সৌদি আরবের র্অথায়নে ঢাকা-বরিশাল-পায়রা গভীর
সমুদ্রবন্দর র্পযন্ত দ্রুত গতির রেলপথ স্থাপন করা হবে। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারের
মধ্যেও দ্রুতগতির রেল সংযোগ প্রকল্পে বিনিয়োগ করতে চায় সৌদি আরব। এখন ঢাকা ও
চট্টগ্রামের মধ্যে যে রেলপথ আছে, দ্রুতগতির রেল এই লাইন ব্যবহার করতে পারবে না। তাই
নতুন করে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে দ্রুতগতির রেলপথ র্নিমাণ করা হবে। বিশ্বের
বৃহৎ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো বাংলাদেশে তেল রিফাইনারি প্রতিষ্ঠান করবে।
এই প্রতিষ্ঠানের উৎপাদিত এলএনজি দিয়ে পাওয়ার প্ল্যান্ট করবে সৌদি আরবের আকুয়া প্র
কোম্পানি। এছাড়া সৌদি আরবের এসএএলআইসি কোম্পানি, এসএবিআইসি কোম্পানি, মাদান
কোম্পানি, আল-ফানার কোম্পানি, আল-বাওয়ানি কোম্পানি, আল সালাম এয়ারক্রাফট
কোম্পানি, রিয়াদ ক্যাবলস গ্রুপ, ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে
আগ্রহী।
তথ্য: জনকণ্ঠ