পাথরঘাটায় ‘স্থানীয় পর্যায় এসডিজি’ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা
বরগুনার পাথরঘাটায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯মে) পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপজেলা পর্যায় সকল সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, মৎস্যজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
দিনব্যাপি এ কর্মশালায় ৮টি গ্রপে বিভক্ত হয়ে অগ্রাধিকার সুচকের বিপরীতে স্থানীয় পর্যায় কিছু সংখ্যক প্রস্তাব বা করণীয় নির্ধারণ করেন। সরকারের নির্দেশনা অনুযায়ী এসডিজি ওয়ার্কিং টিম এর তত্ববাধায়নে ৩৯টি সুচকের পাশাপাশি উপজেলা ভিত্তিক স্থানীয় পর্যায় একটি সুচক নির্ধারণ করে জেলায় পাঠানো হবে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)