বলেশ্বরে অভিযান চালিয়ে ১৫ লক্ষ টাকার নিষিদ্ধ বাধা জালসহ ৩টি ট্রলার আটক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:২০ পিএম, ৮ মে ২০১৯

বলেশ্বরে অভিযান চালিয়ে ১৫ লক্ষ টাকার নিষিদ্ধ বাধা জালসহ ৩টি ট্রলার আটক
বলেশ্বর নদে বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে নিষিদ্ধ বাধা জাল দিয়ে মাছ ধরার সময় ২১ হাজার মিটার বাঁধা ও ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোশারফ হোসেন, ভান্ডারিয়া ও নেছারাবাদ কোস্টগার্ড। এ সময় ৩টি ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় ১৫ লক্ষাধিক টাকা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, এ অভিযানের উপস্থিতি টের পেয়ে জেলেরা দ্রুত নৌকা ও জাল নিয়ে নদী থেকে সরে পড়ে। বলেশ্বর তীরবর্তী উপজেলার কাটা খাল এলাকা খেকে বেশ কিছু বাধা ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলার তুষখালী ঘাটে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, বলশ্বরে বিপুল সংখ্যক নৌকা আর অবৈধ জালের ছড়াছড়ি ছিল। সে তুলনায় আমাদের অভিযান পর্যাপ্ত নয়। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)