মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. আবু হানিয় (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ মিরুখালী গ্রামের আয়নাল হকের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু হানিফ উপজেলার দক্ষিণ মিরুখালী গ্রামের আনিচ মুন্সীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় দক্ষিণ মিরুখালীতে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী আবু হানিফ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার এসআই শওকত হোসেন জানান, আটককৃত আবু হানিফ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে সোর্পদ করা হবে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)