বরগুনায় হাসপাতালে দুদক টিমের তদন্ত অভিযান
সদ্য নির্মানাধীন বরগুনা জেনারেল হাসপাতালের দেয়ালে ফাটলের ঘটনায় তদন্তে নেমেছে পটুয়াখালী দুর্নীতি দমন কমিশন (দুদক) টিম।
সোমবার (৬ মে) দুপুর সাড়ে তিনটার দিকে বরগুনা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন তারা।
পটুয়াখালী দুর্নীতি দমন কমিশন (দুদক) টিমের সহকারী পরিচালক মোজাম্মিল হোসেন, উপ-সহকারী পরিচালক মো. আরিফ হোসেন ও সহকারী পরিদর্শক সাইদ আনোয়ার এ টিমের নেতৃত্ব দেন।
পটুয়াখালী দুদক টিমের সহকারী পরিচালক জানান, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বরগুনা জেনারেল হাসপাতাল উদ্বোধন করেছেন। সেই হাসপাতালের এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি। এরই মধ্যো দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। এ অভিযোগের প্রেক্ষিতে আমরা হাসপাতালটি পরিদর্শন করেছি। পরিদর্শনকালে দেয়ালের বিভিন্ন স্থানে ফাটলের সত্যতা মিলেছে। তাই আমাদের অভিযান শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠাবো।
বরগুনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর জানান, জেনারেল হাসপাতালে দেয়ালের ফাটল কোনো ব্যাপার না। যদি গ্রেড বিমে ফাটল দেখা দিতো তাহলে আমরা অবশ্যই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম।