বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭.৪১ শতাংশ
এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৪১ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৮৯ জন শিক্ষার্থী।
সোমবার (৬ মে) দুপুর ১২টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম।
তিনি জানান, এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ হাজার ৬ হাজার ৬৬১ জন। এরমধ্যে ছাত্র ৫২ হাজার ৫৯৯ জন এবং ছাত্রী ৫৪ হাজার ২২ জন। পাস করেছে ৮২ হাজার ৫৩৫ জন। এরমধ্যে ছাত্র ৩৯ হাজার ১৩৮ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৫৩৫ জন। বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা।
প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ’র হারে এগিয়ে।
গত বছর এ শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ১১ শতাংশ। তার চেয়ে এবার পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)