পাথরঘাটায় ঘূর্ণিদূর্গদের পাশে আ.লীগের কেন্দ্রিয় নেতৃবৃন্দ।
ঘূর্ণিঝড় ফ’নির তান্ডবে পাথরঘাটার চরদুয়ানীতে ঘরচাপায় দাদী-নাতি মারা যায়। এছাড়াও গাছচাপা পরে অসংখ্য দূর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় বরিশাল সহ নানাস্থানে ভর্তি রয়েছেন একাধিক ব্যক্তি।
ঘূর্ণিদূর্গত এলাকা আ.লীগের নেতৃবৃন্দ নগদ টাকা সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবজাল হোসেন, বরগুনা-১ সাংসদ অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা- সাংসদ শওকত হাসানুর রহমান রিমন এবং ৩১৩ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা সুলতানা।
এসময় নিহত পরিবারকে ২০ হাজার টাকার দুইটি চেক, ও অন্যান্য ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন তারা।
আমু বলেন, বিগত বছর গুলোতে বন্যায় ক্ষতিগ্রস্থ হলেও কয়েক বছর ধরে অগ্রিম প্রস্তুতি থাকায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। পূর্ব প্রস্তুতি থাকায় ফনীর আঘাতেও বিগত দিনের মতো ক্ষতিগ্রস্থ হয়নি।