পাথরঘাটায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে ত্রান বিতরন (ভিডিও সহ)
বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে ক্ষতিগ্রস্থ ১ হাজার ৫০ পরিবারকে পাথরঘাটা উপজেলা প্রশাসন থেকে ২০ কেজী করে চাল ভিতরন ও নিহত পরিবারকে ২০হাজার টাকার দুইটি চেক দেয়া হয়েছে।
রোববার (৫ মে) বিকেলে উপজেলার চরদুয়ানীতে ৩শ, পাথরঘাটা সদর ইউনিয়নে ১শ ৫০, কালমেঘা ইউনিয়নে ১শ ৫০, রায়হানপুর ইউনিয়নে ১শ, নাচনাপাড়ায় ১শ, কাকচিড়ায় ১শ, কাঠালতলী ১শ, ও পাথরঘাটা পৌরসভায় ৫০ পরিবারকে ত্রান সামগ্রী ভিতরন করা হয়েছে। এসময় প্রত্যেক পরিবারকে ২০ কেজী করে মোট ১ হাজার ৫০ কেজী চাল দেয়া হয়।
পাথরঘাটায় দুর্যোগকালীন দায়িত্বরত বরগুনা জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন জানান, ইতমধ্যে নিহতের পরিবারকে ২০হাজার টাকার দুইটি চেক দেয়া হয়েছে এবং সরকারী বেসরকারী যত সাহায্য আসবে তা আমরা ঠিকমত ক্ষতিগ্রস্থদের কাছে পৌছে দিব। ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে আজ ১ হাজার ৫০ পরিবারকে ২০ কেজী করে চাল বিতরন করা হয়েছে।