থানা হাজতে আসামীর গলায় ফাঁস, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে
বরগুনা সদর থানার হাজতে ইদ্রিস মোল্লা নামের এক আসামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছয়টি ডাকাতি মামলার আসামী ইদ্রিসকে সকাল আটটার দিকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়।
বরগুনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির হোসেন মাহমুদ জানান, রবিবার সকাল আটটার দিকে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নে আমড়াঝুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়। দুপুর ১২টার দিকে তার মা দেখা করতে আসেন। এসময় মায়ের সাথে কথা বলতে এক পর্যায়ে টয়লেটে ঢুকে নিজের জামা ছিড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। দ্রুত লকাপ খুলে তিকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে পুলিশি পাহারায় সেখানে ইদ্রিসের চিকিতসা চলছে।
ওসি জানান, ইদ্রিস আমড়াঝুড়ি গ্রামের মোসলেম মোল্লার ছেলে। তার বিরুদ্ধে গাজিপুরের তুরাগ থানায় দু’টি এবং বরগুনায় তিনটি ডাকাতি মামলা রয়েছে।