শুক্রবার মধ্যরাতে আঘাত হানে পাথরঘাটায় বহু ঘরবাড়ি বিদ্ধস্ত( ভিডিও)

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ৪ মে ২০১৯ | আপডেট: ০৩:৪৫ পিএম, ৪ মে ২০১৯

ঘূর্ণিঝড় ফণী
শুক্রবার মধ্যরাতে আঘাত হানে পাথরঘাটায় বহু ঘরবাড়ি বিদ্ধস্ত
আবহাওয়া অফিস জানিয়েছিলো । সর্বশেষ তথ্যে এটি শনিবার সকাল ১১ থেকে বেলা ১২টার দিকে আঘাত হানতে পারে।
তবে শুক্রবার মধ্যরাতে আঘাত হানে পাথরঘাটায়, দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী একাধিকবার দিক পরিবর্তন করে যশোর অঞ্চলে অবস্থান করছে

আজ সকালে আবহাওয়া অফিসের এক ব্রিফিংয়ে বলেন ঘূর্ণিঝড় ফণী নিয়ে আশঙ্কা আপাতত কেটে গেছে। দুর্বল হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ফণী। শেষ খবর পাওয়া পর্যন্ত যশোর অঞ্চলে অবস্থান করছে তবে শুক্রবার মধ্যরাতে আঘাত হানে পাথরঘাটায় এতে ২ জন নিহত ও ৫ জন আহতের খবর পাওয়া গেছে ও বহু ঘরবাড়ি বিদ্ধস্তের খবর পাওয়া গিয়েছে
< width="380" height="280" src="https://www.youtube.com/embed/rdbaJWcudyk" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen>

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)