আরো পাঁচ থেকে ছয় ঘণ্টা সাইক্লোন শেল্টারে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়া অফিস

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:৫৭ এএম, ৪ মে ২০১৯

ঘূর্ণিঝড় ‘ফণী
ঘূর্ণিঝড় ‘ফণী’ নিয়ে আশঙ্কা আপাতত কেটে গেছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামসুদ্দিন আহমেদ।
শনিবার সকালে আবহাওয়া অফিসে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সামসুদ্দিন আহমেদ বলেন: ঘূর্ণিঝড় ফণী নিয়ে আশঙ্কা আপাতত কেটে গেছে। দুর্বল হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ফণী। শেষ খবর পাওয়া পর্যন্ত যশোর অঞ্চলে অবস্থান করছিল ফণী। ঘূণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ছিল ৬২ থেকে ৮৮ কিলোমিটার।

তিনি বলেন: ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। অগ্রসর হয়ে এটি পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর, নেত্রকোণা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও ঢাকা অঞ্চলে অবস্থান করেতে পারে আরো পাঁচ থেকে ছয় ঘণ্টা। এসময় এ অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে।

সকাল ৬টার দিকে খুলনা ও সাতক্ষীরার উত্তর পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ফণী।

আবহাওয়া পুরোপুরি ভালো না হওয়া পর্যন্ত দুর্যোগপূর্ণ এলাকাগুলোর মানুষকে সাইক্লোন শেল্টারে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)