ফণির প্রভাব: পটুয়াখালীতে ১০ গ্রাম প্লাবিত
ঘূর্ণিঝড় ফণি প্রভাবে ঝড় শুরু হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায়। আজ শুক্রবার দুপুরে ঝড় শুরু হয়। সাগর ও অন্যান্য নদ-নদী উত্তাল হয়ে উঠেছে।
উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের বিধ্বস্ত বেঁড়িবাঁধ এলাকা থেকে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি প্রবেশ করছে। এতে চারিপাড়া, পশরবুনিয়াসহ ১০ গ্রাম প্লাবিত হয়েছে বলে জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তর পায়রা সমুদ্র বন্দর সহ অন্যান্য বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে।
ফণির ধেয়ে আসার আগে আতঙ্ক বিরাজ করছে কলাপাড়ার সর্বস্তরের মানুষের মাঝে। আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন স্থানীয়রা।
কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি ও বে সরকারি অ্যাম্বুলেন্স, খাবার স্যালাইন, শুকনো খাবার, মেডিক্যাল টিম, সিপিপিসহ ইউনিয়ন পরিষদের কর্মচারী এবং ফায়ার সার্ভিসকর্মী এবং পুলিশ বাহিনীসহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা-কর্মচারীরা প্রস্তুত রয়েছেন উদ্ধার কাজের জন্য। দুর্যোগ মোকাবেলায় জনগুরুত্বপূর্ণ সড়কে সিপিপি’র মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে।