পাথরঘাটার সকল সরকারি দপ্তর খোলা রাখার নির্দেশ
পাথরঘাটার সরকারি সকল দপ্তরের কাছে আগামী নির্দেশনা না আসা পর্যন্ত ছুটি বাতিল রেখে দপ্তর খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।
শুক্রবার (০৩ মে) সকাল থেকেই বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় ও পাথরঘাটা উপজেলা পরিষদসহ ৬টি উপজেলায় ৬টি কন্টোল রুম ও ইউনিয়ন পরিষদসহ সরকারি সকল দপ্তর খোলা থাকবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা প্রশাসক (ডিসি) কবীর মাহমুদ।
পাশাপাশি ঘূর্ণিঝড় ‘ফণী’তে দূর্ঘটনার সংবাদ শোনামাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম।
বরগুনা জেলা প্রশাসক (ডিসি) কবির মাহমুদ বলেন, পাথরঘাটাসহ ৬টি উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলার পাশাপাশি জেলা পর্যায়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেখানে বরগুনা জেলা প্রশাসক এবং জেলা ত্রাণ কর্মকর্তার মোবাইল নম্বর দেয়া রয়েছে। জরুরী প্রয়োজনে ০১৭৩৩৩৪৮০৮০ এবং ০১৭১১৪৫০৮১৪ নম্বরে কথা বলে এলাকার তথ্য জানাতে পারবেন।
তাছারা পাথরঘাটার উপজেলা কন্টোল রুম ০১৭১৪৪৮৮৯৮৯৬ নাম্বারে যে কোন তথ্য দিয়ে সহায়তা করার জন্য বলা হয়েছে।
তিনি আরো জানান, ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম না করা পর্যন্ত বরগুনা জেলার সকল সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। তাছাড়া দুর্ঘটনার কবলে পতিত মানুষের জন্য বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলাসহ ছয়টি উপজেলায় মোট ৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি।