ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় পাথরঘাটায় চলছে প্রচার-প্রচারণা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২ মে ২০১৯ | আপডেট: ১২:৫৭ পিএম, ৪ মে ২০১৯

পাথরঘাটায় চলছে প্রচার-প্রচারণাঘূর্ণিঝড় ‘ফনি’ মোকাবিলায় ইতমধ্যেই সভা করছে পাথরঘাটা উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে এরইমধ্যে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এরইমধ্যে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) পাশাপাশি আগাম সতর্কতা হিসেবে সবধরনের নৌযান চলাচাল বন্ধ ঘোষণা করা হয়েছে।

পাথরঘাটা উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন জানান, এই ঘুণিঝড় মোকাবিলায় প্রস্তুত রয়েছে পাথরঘাট। দুর্যোগের সতর্কতা নিয়ে জনসাধারণকে অবহিত করার জন্য ইউনিয়ন পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পাথরঘাটা উপজেলায় ৭৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ভবন প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবারসহ বিভিন্ন সহায়তার ব্যবস্থাও রাখার হয়েছে।

তিনি আরো জানান, সার্বিকভাবে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, সিপিবি, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ সংশ্লিষ্ট সবাই দুর্যোগের বিষয়ে যার যার অবস্থান থেকে কাজ শুরু করে দিয়েছেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)