পাথরঘাটায় ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১ মে ২০১৯ | আপডেট: ০৯:৪৫ পিএম, ১ মে ২০১৯

পাথরঘাটায় ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিতবঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলা করতে উপকূলীয় অঞ্চল বরগুনার পাথরঘাটায় প্রস্তুতি সভা করেছে উপজেলা পরিষদ।

বুধবার (১ মে) সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন মোল্লার সভাপতিত্বে প্রস্তুতি সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপকূলীয় অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা, দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগ কালীন ও পরবর্তী সময়ে খাদ্য সরবরাহ, মেডিকেল টিম গঠন, রেড ক্রিসেন্ট সদস্য ও কন্ট্রোল রুম খোলাসহ ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে বলে এ সময় জানানো হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)